শিক্ষকরা আর্দশ জাতি গড়ার কারিগর : কাউন্সিলর সাগর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নাসিক ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মো. সাগর  বলেছেন, শিক্ষকরা হলো আর্দশ জাতি গড়ার কারিগর। এর জন্য চাই মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ছেলে-মেয়েরা মদনগঞ্জ চাইল্ড একাডেমী থেকে মানসম্মত শিক্ষা গ্রহন করে একদিন এদেশ কে অনেক দূর এগিয়ে নিবে। তারা ভালো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির স্বার্থে আগামী দিনে এ দেশের হাল ধরবে। বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় বন্দর মদনগঞ্জ পায়রা চত্বরে  এলাকায় মদনগঞ্জ চাইল্ড একাডেমীর শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

এসময় মদনগঞ্জ চাইল্ড একাডেমীর অধ্যক্ষ মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনগঞ্জ বিশিষ্ট সমাজ সেবক মো. আ. রব মিয়া, বন্দর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিয়ান আহমেদ, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. সুমন(বি.এ), সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খায়ের, শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজাজ্ব কফিলউদ্দিন, লক্ষারচর উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি আশাবাদ্দীন সরকার , শান্তিনগর নতুন জামে মসজিদ এর সভাপতি মোশারফ হোসেন, মো. দলিলউদ্দীন মিয়া, মো. দীল হোসেন মিয়া, মো. আরিফ হোসেন, মদনগঞ্জ চাইল্ড একাডেমীর  শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। সঞ্চালনায়  শিক্ষক প্রতিনিধি আবু সাইদ।

add-content

আরও খবর

পঠিত