শামীম ও সেলিম ওসমানের প্রার্থী তৈমূর : আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : শামীম ও সেলিম ওসমানের প্রার্থী তৈমূর বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, উনি (তৈমূর আলম খন্দকার) শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি অন্য কারও প্রার্থী না। উনি বিএনপির প্রার্থীও না, উনি স্বতন্ত্র প্রার্থী নয়। গতকাল (৭ই জানুয়ারি শুক্রবার) এখানে (বন্দরে) প্রচারণায় সেলিম ওসমানের জাতীয় পার্টির চার চেয়ারম্যান তার সাথে ছিল। এতে প্রমাণিত হয় সারা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল যে তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট তা প্রমাণিত হয়েছে। ৮ই জানুয়ারি শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দরের ২৪নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তৈমূর আলম খন্দকার সেলিম ওসমান শামীম ওসমান দুই ভাইয়ের প্রার্থী। সে জনতার প্রার্থী না। সে বিএনপিরও প্রার্থী না। উনি (তৈমূর আলম খন্দকার) বিএনপির হলে উনার মার্কা ধানের শীষ হতো। উনার মার্কা যেটা সেটা কিন্তু বিএনপির প্রতীক না। উনি শামীম ওসমান ও সেলিম ওসামানের প্রার্থী। তারা তৈমূর আলম খন্দকারকে দাঁড় করিয়েছে।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, দ্বন্দ স্পষ্ট হলো কি না জানি না। কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সকলেই আমার সাথে আছে। প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীরা আমার সাথে আছে। একমাত্র সে হয়তো বাইরে গিয়ে তার লোকজনকে প্রভাইট করছে। হাইকমান্ড কালকে সব দেখেছে। এখানে অনুষ্ঠান হয়েছে, পত্র ও পত্রিকায় এসেছে, তারা দেখেছে, তারা দেখবে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দ্বন্দ স্পষ্ট হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, আমি নির্বাচন করি জনতার শক্তি নিয়ে। জনতাই আমার শক্তি। দল আমার মনোবল। সব কিছু মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোন গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে যত জল্পনা কল্পনাই হোক না কেন দিন শেষে ভোট শান্তিতেই হয়। আমি আশা করি ১৬ তারিখ এখানে শান্তিপূর্ণ ভোট হবে। মানুষ আমাকে ভোট দেবে এবং আমি জয়যুক্ত হবো।

আইভী বলেন, জাতীয় নির্বাচনের মুডে আমি নেই। স্থানীয় সরকার নির্বাচনের মুডে আছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়েই কথা বলতে চাই। আমার অনেক কাজ চলমান। আমি চাই আমার চলমান কাজগুলো শেষ হোক।

add-content

আরও খবর

পঠিত