শামীম ওসমানের শান্তি মিছিলে মাসুদ ভূঁইয়ার শোডাউন

নারায়ণগঞ্জ বার্তা ২৪  (নিজস্ব প্রতিবেদক) : বিএনপি ও জামায়াতের লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচির প্রতিবাদে পাগলা অভিমুখী শান্তি মিছিলের ডাক দেন নারায়ণগঞ্জ -০৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সমাবেশকে সফল করার লক্ষ্যে এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে তিন হাজার নেতাকর্মী নিয়ে শান্তি মিছিলে অংশগ্রহণ করেন তিনি। গতকাল ২০ নভেম্বর (সোমবার) দুপুর আড়াইটায় পঞ্চবটির ডালডার গেইটের সামনে মিছিল নিয়ে শামীম ওসমানের সভাস্থান পঞ্চবটি এসে অবস্থান নেন।

এ সময় মাসুদ ভূঁইয়া বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের যে রূপকার উন্নয়ন করেছে। এই উন্নয়নের কথা পূর্বে থাকা কোন সরকার কখনো চিন্তাও করেনি। তার এই ধরনের উন্নয়ন করার লক্ষে ভবিষ্যত উন্নয়নের প্রজেক্টগুলো তার হাতে রয়েছে। সেগুলো সফল করার জন্য বাংলাদেশে আবারো এই শেখ হাসিনাকে প্রয়োজন। বর্তমানে দেশের সাধারণ জনগণ শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে উৎফুল্ল হয়ে উঠেছে। আর আমরা শেখ হাসিনার আস্থাভাজন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান সাহেবের নেতৃত্বে রাজপথে ছিলাম, আর সামনেও রাজপথে থাকবো।

add-content

আরও খবর

পঠিত