নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, জামাত-বিএনপি বিরোধী এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে যারা যারা মাঠে থাকবে, সেখানে যদি আইভীও থাকে, তাহলে আমার সাথে তার কোন বিরোধ নাই। বরঞ্চ আমি সব দোষ স্বীকার করে নেবো যে, আমারই দোষ। তুমিই ভালো। কিন্তু মাঠে থাকবা না, বছরকে বছর ক্ষমতায় থাকবা। আর ক্ষমতায় থাইকা কইবা, আমার কাছে বিএনপিও সমান, জামাতও সমান, আওয়ামীলীগও সমান। না, সেই জন্য নৌকা দেওয়া হয় নাই। ঔটা হবে না। বিএনপি, বিএনপির জায়গায়, জামাত, জামাতের জায়গায়, আওয়ামীলীগ, আওয়ামীলীগের জায়গায়।শনিবার বিকালে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, পরিষ্কার ভাষায় বলছি, আওয়ামী লীগের সাথে বিএনপি, জামাতের তুলনা হবে না। একটা শক্তি আমার জাতির পিতাকে মারিয়েছে। আরেকটা শক্তির দ্বারা আমরা বারবার নিগৃহীত হয়েছি। ২১শে আগস্টের ঘটনাগুলোতে, ও ১৬ই জুনের ঘটনাগুলোতে। তার জন্য আর আওয়ামী লীগের জন্য সমান গনতন্ত্র হতে পারে না। ৮৫ জন মানুষকে আগুনে পোড়ায়ে মারছে যারা, ৫৩৭টা স্কুল পোড়াইয়া দিছে যারা, সারা বাংলাদেশে যারা তিন মাস জ্বালাও পোড়ও করে তছনছ করে দিছিলো। তখন সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ ছাড়া সবাই কিন্তু ছিলো না, আমরাই ছিলাম। আমাদের সেদিনের জনসভা, সেদিনের মিছিল, ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে অবস্থান সারা বাংলাদেশের আওয়ামীলীগকে শক্তিশালি করেছিলো। ইনশাল্লাহ আগামীতেও তাই করবো।
গত সাত বছর ধরে নারায়ণগঞ্জে একটা কুত্তা মরলেও দায়ী করা হয় শামীম ওসমান ও তার পরিবারকে। শনিবার বিকালে আওয়ামীলীগ ওসহযোগি সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতি সভায় ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান এ কথা বলেন।
তিনি আরো বলেন, , আপনারা জানেন, সিটি কর্পোরেশন নির্বাচনের আগে গত সাত বছর ধরে নারায়ণগঞ্জে যদি একটা কুত্তাও মরে তাহলে সিটি কর্পোরেশনের মেয়র এবং তার অনুসারীরা যারা আওয়ামী লীগ করে না তারা দায়ী করে শামীম ওসমান ও ওসমান পরিবারকে। আবার যখন বাবুরাইলে দুজন মানুষ মারা যায় তখন কথা হয় না। অন্যান্য জায়গায় যখন মানুষ মারা যায়, তাদের লোকজন জড়িত থাকে তখন কথা বলা হয় না। কিন্তু সেভেন মার্ডার নিয়ে কথা বলা হইলো। আমি দেশে ছিলাম না। প্রথম দিন থেকেই কথা হইলো শামীম ওসমানকে নিয়ে। আমি দেশে ছিলাম না। ত্বকী হত্যা। তাও শামীম ওসমান! মানে আমাকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা। এতোকিছু বলার পরেও আমার প্রয়াত বাবা একেএম শামসুজ্জোহাকে নিয়ে কথা বলে।
নাসিক নির্বাচন নিয়ে শামীম ওসমান বলেন, নির্বাচনে আমাকে যেভাবে রাতের বেলায় নির্দেশনা দেওয়া হয়েছিলো আমি ঠিক সেভাবেই কাজ করেছিলাম। নিজে বিষ খেয়ে দলের জন্য লাভ করেছি। নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠ নির্বাচন করিয়েছি। এভাবে নির্বাচন সুষ্ঠ করার জন্য যা যা করার দরকার সবকিছু করেছি। নেত্রী যেভাবে নির্বাচন চেয়েছিলেন সবাইকে নিয়ে বিনা বাধায় কারোর কাছে কোন স্বার্থের জন্য না, দলের জন্য যারা এখানে উপস্থিত আছেন জানমাল দিয়ে দলীয় প্রার্থীকে বিল্ড আপ করলাম। রেজাল্টে আমরা কেউ ধন্যবাদ চাই নাই, কিন্তু অপমানও চাই নাই। সিটি কর্পোরেশন খুব একটা বড় ফ্যাক্টর না। সিটি কর্পোরেশনে আইভীর নামে ভোট আছে আর আমার নির্বাচনী এলাকায় সাত লাখ ভোট আছে। সিটি কর্পোরেশন একটা পৌরসভা।
এ সময় তিনি ফেব্রুয়ারির ৩ তারিখ আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এক বিশাল জনসভা করার আহ্বান জানান। তিনি তার নেতাকর্মীদের দলীয় কোন্দল ভুলে গিয়ে ৩ তারিখের জনসভায় সবাইকে যোগ দিতে আহ্বান জানান। ৩ তারিখের জনসভায় তিনি আইভীকেও সাথে থাকার আহ্বান জানান।