নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেছেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা সাংসদ শামীম ওসমানের কাছ থেকে শিখে তার থেকে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করছি। ৭ই মে শুক্রবার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩ শতাধিক অসহায় গরিব মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা নিজেরা যেটা পরিধান করি, নিজেরা যেটা খাই, সেটাই বিতরণ করছি। লোক দেখানো দানের উদ্দেশ্য আমার নেই। অসহায় মানুষের যখন যেটা প্রয়োজন, আমার কাছে আসবেন, আমি আমার সাধ্যমত আপনাদের সেবা করে যাবো, ইনশাআল্লাহ।
ফতুল্লা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদক শহিদুল হক প্রমিতের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি অহিদুল ইসলাম অহিদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ত্রাণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান, যুবলীগ নেতা আজমত আলী, জেলা যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, কুতুবপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি এইচ এম রাসেল, সাধারণ সম্পাদক জে.আর আহম্মেদ রাসেল, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদান-উর-রহমান শান্ত, ফতুল্লা থানা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব সহ প্রমুখ।