শান্তিপূর্ণ ঈদ উদযাপনই লক্ষ, নগরীর হাট-ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জনসাধারনের নিরাপত্তার স্বার্থে নগরীর বিভিন্ন কোরবানীর পশুর হাট এবং লঞ্চ ঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া ও পুলিশ সুপার মো: মঈনুল হক। শনিবার ১০ সেপ্টেম্বর সকালে নগরীর ৫নং ঘাট লঞ্চ টার্মিনাল ও সৈয়দপুর কড়ই তলা শীতলক্ষ্যা কোল্ড স্টোরেজ মাঠে পশুর হাট পরিদর্শনে করেন। এসময়  আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে কোরবানি পশুর হাটের নিরাপত্তা জোরদার করতে হাট পরিদর্শনের পাশাপাশি হাটে আসা ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আরও খোঁজ খবর নেন। এছাড়াও কর্মব্যাস্ত নগরী থেকে আপন স্বজনদের সাথে ঈদ করতে নৌ-পথে বাড়ি ফিরে যাওয়া যাত্রীদের  কোনও ভোগান্তির স্বীকার হতে হচ্ছে কিনা তার জন্য ৫নং ঘাট লঞ্চ টার্মিনাল ও পরিদর্শন করেন। এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ী পৌঁছাতে পারেন সেজন্য লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করতে মালিকদের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জবাসী যেন শান্তিপূর্ণ ভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বয় করে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউসুল আজম, (রাজস্ব) এস এম নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর যুগ্ম পরিচালক আরিফ আলম প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত