শহীদ মিনারে ধূমপান করায় শিক্ষার্থীদের জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জনসম্মূখে ধূমপান করায় কলেজ শিক্ষার্থীসহ ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও তাছলিমুন নেছার। এসময় তাদের ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। কয়েকজন জরিমানার টাকা না দিয়েই পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটকের পর হাতকড়া পড়ানো হয়। পরে আগামীতে যেন এধরনের কাজ না করে তাদেরকে সাবধান করে দেয়া হয়।

তবে শিক্ষার্থীদের এমন অপরাধে অভিযান ও জরিমানাকে স্বাগত জানালেও হাতকড়া পড়িয়ে ফেলায় উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলে তারা হয়তো একটি অপরাধ করেছে। এজন্য তাদের শাসন করা যেত। তাদের মা বাবাকে জানিয়ে দেয়া যেত। যেন তারা এ বিষয়ে অবগত হয়ে সন্তানদের প্রতি খেয়াল রাখে। কিন্তু যেখানে ভয়ংকর অপরাধীও হাতকড়া ছাড়া দেখতে পাই, সেখানে তাদের পড়িয়ে দেয়াটা খুবই দু:খজনক। তাদের একটি সুন্দর ভবিষ্যত আছে। এটা যদি বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়, ফেসবুকে ভাইরাল হয় তারা কী মুখ দেখাতে পারবে। তাদের ভিতরে অন্যকিছুওতো কাজ করতে পারবে?

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমুন নেছা জানান, শহীদ মিনারে জনসম্মূখে প্রকাশ্যে ধূমপান করায় ৬জনকে আটক করা হয়। তাদের বেশীরভাগই সরকারী তোলারাম কলেজের ছাত্র। জেলা প্রশাসক রাব্বী মিয়ার নির্দেশে ওই অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে তাদের ৩০০ করে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ আইনে আরো বড় সাজার বিধান রয়েছে কিন্তু শিক্ষার্থী হওয়ায় ভবিষ্যতে এমন করবেনা অঙ্গিকার করলে তাদের ছেড়ে দেয়া হয়।

আইন অনুযায়ী, উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ। কেউ এমন স্থানে ধূমপান করলে অনধিক ৩০০ টাকা জরিমানা করার বিধান আছে। একই ব্যক্তি দ্বিতীয়বার একই অপরাধ করলে তার দিগুন হারে দন্ডিত হবেন আইনে সিগারেটের দোকান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ গজ দূরে থাকতে হবে বলে বলা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত