নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের আওতায় আরোপিত বিধিনিষেধ তদারকিতে ও সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এদিকে নারায়ণগঞ্জে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে ও করোনা প্রতিরোধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১১ টি মামলায় ৪ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২১ই এপ্রিল বুধবার দিনব্যাপী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহের নির্দেশে এ ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালিত হয়।
বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়া, কালিরবাজার, গলাচিপা, বঙ্গবন্ধু সড়ক (উকিলপাড়া সংলগ্ন), ফলপট্টি, বাবুরাইল ও জিমখানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও অন্যান্য অনেক দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানে জরিমানা করাসহ দোকানসমূহ বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে কয়েকটি হোটেল ও চা দোকানে বসে খাওয়ানোর জন্য জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা ও অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার ব্যাপারে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
কালিরবাজারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালককে সাথে নিয়ে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য বাজার তদারকিসহ দুইটি দোকানে জরিমানা করা হয়। দিনব্যাপী অভিযানে মোট ১১ টি মামলায় ৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।