নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নব নিযুক্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার নেতৃত্বে ও স্কাউট্স এর সহযোগিতায় নগরীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার ১৪ সেপ্টেম্বর বিকালে শহরের চাষাঢ়া জিয়া হলের সামনে দেখা যায় শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে নিয়ে সড়কের পাশে নিজেই পরিচ্ছন্ন কর্মীর মত কাজ করছেন জেলা প্রশাসক। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জবাইকৃত কোরবানির পশুর রক্ত, বর্জ্য উচ্ছিষ্টগুলো এখনো সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকায় এ থেকে গন্ধ ছড়াচ্ছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে এসময় সেইসব স্থানগুলো পরিষ্কার করা হয় এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়া হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, এই শহর আমাদের সকলের তাই আমাদেরকেই এই শহরকে পরিচ্ছন্ন করতে এগিয়ে আসতে হবে। সকলেই যদি একটু সচেতন হই তাহলেই এই নগরীকে আমরা পরিচ্ছন্ন শহর হিসেবে আখ্যায়িত করতে পারবো। আমরা আগামী ৪৮ ঘন্টার মধ্যেই কোরবানির পশুর উচ্ছিষ্টগুলো পরিষ্কার করে নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন করে গড়ে তোলার চেষ্টা করবো। এবং এজন্য সকলের সহযোগীতা চাচ্ছি।
জেলা প্রশাসক নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করে বলেন, সকল বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই যেন ময়লা আবর্জনা, বর্জ্য, র্নিধারিত স্থানে ফালানো হয়। এবং হুশিয়ারী করে জানিয়ে দেয়া হয় যদি র্নিধারিত স্থানে না ফালানো হয় তাহলে জরিমানা কিংবা জেল অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গাউসুল আজম বলেন, আসুন আমাদের শহরকে আমরা পরিচ্ছন্ন রাখি। আমাদের আশেপাশে থাকা ময়লা আবর্জনা গুলো আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে পরিষ্কার করি। কারন এইসব ময়লা আবর্জনা শুধুমাত্র সৌন্দর্য্য বর্ধনে বিনষ্ট করে না, এতে করে আমার, আপনার ও সন্তানদের হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা রোগ ব্যাধীতে আক্রান্ত।
এই অভিযান চলাকালে ডিসির পাশাপাশি ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে সহযোগীতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গাউসুল আজম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা ও স্কাউট সদস্যবৃন্দ।