শনিবার থেকেই শুরু তারাবির নামাজ !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আসন্ন পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৩ই এপ্রিল রবিবার  নাকি ৪ঠা এপ্রিল সোমবার তা আগামীকাল ২রা এপ্রিল শনিবার সন্ধ্যায় জানা যাবে। হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা সাড়ে টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এরপরই জানা যাবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ।

এদিকে, চাঁদ দেখা গেলে আগামী ৩ই এপ্রিল রবিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত বিশিষ্ট তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রবিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে ৪ঠা এপ্রিল সোমবার। এক্ষেত্রে রবিবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে শেষ রাতে খেতে হবে সেহরি।

তাছাড়া বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশন তা ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬ ০২৪১০৫০৯১৭ টেলিফোন ০২২২৩৩৮৩৩৯৭ ০২৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে।

add-content

আরও খবর

পঠিত