শংকর টেইলার্সের উদ্বোধন করলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নগরীতে শংকর টেইলার্সের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ (৩) সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত । বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল ১১ টায় শহরের আমলাপাড়াস্থ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টেইলার্সের শুভ উদ্বোধন করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ বাবুল, শংকর টেইলার্সের কর্ণধার শংকর সাহা, বোরন মুখার্জি, মোঃ অহিদুল, মোঃ সালাম, মোঃ হানিফ, হীরা পাল, উজ্জ্বল কুমার সাহা সহ অনেকেই । উদ্বোধন শেষে ডালিয়া লিয়াকত কে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

add-content

আরও খবর

পঠিত