ল্যাব স্থাপনের অনুরোধ এমপি শামীম ওসমানের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে চলায় জরুরি ভিত্তিতে সেখানে ল্যাব স্থাপনের অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে জেলায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে মারা গেছেন ৬ জন। এ পরিস্থিতিতে ঢাকায় নমুনা পাঠিয়ে রিপোর্ট সংগ্রহে যথেষ্ট সময় ব্যয় হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে এখন যে পরিস্থিতি তৈরী হয়েছে তাতে ঢাকায় নমুনা পাঠিয়ে অপেক্ষা করার সময় না। স্যাম্পল কালেকশন করে রিপোর্ট পেতে পেতে রোগী মারা যাচ্ছেন। তাছাড়া করোনার উপসর্গ নিয়ে কেউ মৃত্যুবরণ করলেও পরীক্ষার অভাবে তা শনাক্ত করে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনেকের মৃত্যুর পরে শনাক্তের কারণে নারায়ণগঞ্জে এর প্রাদুর্ভাব প্রবলভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরী হয়েছে।

শামীম ওসমান বলেন, ঘনবসতি ও শিল্পাঞ্চল হওয়ায় নারায়ণগঞ্জ ক্রমেই ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। যা সমগ্র দেশের জন্যও আতঙ্ক ও হুমকির কারণ। তাই জরুরী ভিত্তিতে নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি ।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুধবার থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত