লেবাননে করোনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : লেবাননে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহির হক নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। ৩০ই ডিসেম্বর বৃহস্পতিবার বৈরুতের রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।

জানা যায়, জহির হক ২০১৮ সালে একটি সুপারসপের ভিসায় লেবাননে আসেন। কোম্পানি আকামা না করে দেওয়ায় তিনি অবৈধ হয়ে কাজ নেন বেতসার এলাকায় একটি স্কুলে। মঙ্গলবার রাতে সহকর্মীদের সঙ্গে খাবারের সময় হঠাৎ কাশি শুরু হলে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সহকর্মীরা দ্রুত অ্যাম্বুলেন্সকে খবর দিলে জরুরি স্বাস্থ্যসেবা কর্মীরা তাকে স্থানীয় সারহাল হাসপাতালে ভর্তি করে।

সারহাল হাসপাতালে ফুসফুসে সমস্যা ধরা পড়ে। পরে বৈরুতের রফিক হারিরি হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার পিসিআর পরীক্ষায় করোনা শনাক্ত হয়। করোনা ইউনিটে স্থানান্তর করার একদিন পরেই বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টায় তার মৃত্যু হয়।

দুই সন্তানের জনক জহির হকের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরশরাই উপজেলার কচুরা গ্রামে। বাবার নাম মরহুম বায়েজিদ মিয়া।

সুত্র : জাগো নিউজ।

add-content

আরও খবর

পঠিত