নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বরিশালে গণমাধ্যম অঙ্গনে খ্যাতিমান সাংবাদিক লিটন বাশার এর অকাল মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবু হানিফ খান ও কেন্দ্রীয় মহাসচিব নূরুজ্জামান প্রধান। নেতৃদ্বয় শোকবার্তায় দৈনিক ইত্তেফাকে কর্মরত এই সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে ইত্তেফাক কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃদ্বয় শোকবার্তায় আরও বলেন, লিটন বাশারের অকাল মৃত্যু বরিশালে সাংবাদিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।