নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রিফাত): গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনটি নারায়ণগঞ্জ হতে নরসিংদী ড্রীম হলিডে র্পাকের উদ্দ্যেশে সকাল ৯:৩০ মিনিটে রওনা হয়। এবং বনভোজনের গাড়ি দুটো বেলা ১২ টার সময় নরসিংদীতে পৌছে। বনভোজনে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক , চেয়ারম্যান স্যার , আওলাদ হোসেন , মো : জাফর , নূর মোহাম্মদ , ওয়াশিম , শোভন , এবং শিক্ষিকা হিসেবে উপস্থিত ছিলেন মিস রিতা , মৌসুমি, শিক্ষার্থী আনিল হামদু (আনিল) ও অভিবাবকবৃন্দ প্রমুখ।
বনভোজনে শিক্ষার্থীদের উদ্দ্যেশে প্রধান শিক্ষক বলেন, বনভোজন একটি শিক্ষা নিও সফর, এ সফরে বিনোদনের পাশাপাশি মেধা বিকাশে সুযোগ রয়েছে, তাই প্রতি বছরের মত এবারও আমরা বনভোজনের আয়োজন করেছি । বনভোজনে যাওয়ার পূর্বে সকালে ৮:৩০ সময় নাস্তা বিতরণ করেন এবং বেলা ২:৩০ মিনিটে দুপুরের খাবার বিতরণ করেন। দুপুরের খাবারের পর রাইফেল ড্র হয় এবং শিশুদের কাছে ডেকে এনে তাদেরকে কাগজের লেখা তুলিয়ে লটারির মাধ্যমে তিন জন বিজয়ী নির্বাচিত করেন ।
তারপর শিক্ষকবৃন্দ তিন জনের হাতে পুরুষ্কার তুলে দেন। গাড়ি দুটো নরসিংদী হতে নারায়ণগঞ্জের উদ্দ্যেশে বিকাল ৪ : ৫০ মিনিটে রওনা হয়। এবং নারায়ণগঞ্জ বনভোজনের গাড়ি দুটো রাত ৭:৩০ মিনিট সময় পৌছায়। নরসিংদী ড্রীম হলিডে র্পাক সর্ম্পকে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মো : জাফর নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে বলেন, ড্রীম হলিডে র্পাকটি বড় জায়গা নিয়ে করা হয়েছে, এখানে স্কুলের বনভোজনের জন্য সু-ব্যবস্থা রয়েছে। এবং শিশু এবং বড়দের জন্য সকল ধরনের খেলা রয়েছে, আমাদের শিক্ষার্থীরা এখানে এসে খুব আনন্দ ও উল্লাস করেছে, তাদের এ আনন্দ ও উল্লাস দেখে আমরা খুবই আনন্দিত। বনভোজনে রান্না করার জন্য বড় একটি হল কক্ষ রয়েছে এবং থাকার জন্য হোটেলের সু-ব্যবস্থা রয়েছে। এখানে এসে আমরা বিনোদনে ঐতেহ্যগুলো উপভোগ করলাম।