লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১ মালিক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার অভিযান১০ লঞ্চের মালিকদের একজন হামজালাল শেখকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। ২৭ই ডিসেম্বর সোমবার  র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তথ্য নিশ্চিত করেছেন।

ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের মালিকসহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২৬ই ডিসেম্বর রবিবার দুপুরে নৌ পরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা দায়রা জজ জয়নাব বেগম পরোয়ানা জারি করেন।

নৌ পরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জানান, রবিবার দুপুরে নৌ পরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান এই মামলা করেন।

উল্লেখ্য, এর আগে গত ২৩ ডিসেম্বর দিনগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান১০ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে।

add-content

আরও খবর

পঠিত