র‌্যাব-১১ হাতে জেএমবির আধ্যাত্মিক নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র‌্যাব-১১ এর অভিযানে নরসিংদীর মাধবদী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আধ্যাত্মিক নেতা মো. আতিক উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে র‌্যাবের অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন প্রেস রিলিজ দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মো. আতিক উল্ল্যাহ র‌্যাব-১১ কর্তৃক দায়েরকৃত ফতুল­া থানায় সন্ত্রাস বিরোধী (জঙ্গী) মামলার পলাতক আসামি। শুক্রবার রাতে নরসিংদীর মাধবদী থানাধীন ছোট গদইঢ়র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

র‌্যাবের অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, মো. আতিক উল­্যাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একজন ফতোয়া নির্ধারক ও দাওয়াতী শাখার সমন্বয়কারী। সে ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদের দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ সময় হুজি নেতা আব্দুর রহমান ও কিছুদিন আগে ঢাকা থেকে গ্রেফতার হওয়া আফগান ফেরত মুজাহিদ আতিকুল­াহ এর কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর ২০১৪ সালে আইন শৃংখলা বাহিনীর অভিযানে নিহত এক জেএমবি নেতার মাধ্যমে জেএমবি’তে যোগদান করেন। আতিকুল­াহ মূলত ফেসবুক, টুইটার ও টেলিগ্রাম আইডি’র মাধ্যমে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

ঢাকার একটি মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি জেএমবির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করত। সে বিশ্বব্যাপী বিভিন্ন আর্ন্তজাতিক উগ্রবাদী সংগঠনের কার্যক্রমকে সমর্থনের পাশাপাশি দেশে জেএমবির বিভিন্ন হত্যাকাণ্ডকে ইসলামিকভাবে সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা ও ফতোয়া দিয়ে আসছিলো। এর পাশাপাশি সরকারকে কর দেওয়া হারাম ও এটা জিনা’র চেয়েও গুনাহ বলে একটি ফতোয়া প্রদান করেন।

add-content

আরও খবর

পঠিত