র‌্যাব-১১ র্কতৃক ভ্রাম্যমান আদালত পরিচালনায় কারেন্ট জাল উৎপাদন ও বিক্রয়ের দায়ে আটক-৬

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুন্সিগঞ্জ ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে কারেন্ট জাল উৎপাদন ও বিক্রয়ের দায়ে ছয় জন ব্যক্তিকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ৬ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ । মঙ্গলবার ০৮ মার্চ ১১ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নারায়নগঞ্জ র‌্যাব-১১, সিপিসি-১, কোম্পানীর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এ.এস.পি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম, এবং মুন্সিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফ আনাম সিদ্দিকী ও সিনিয়র মৎস অফিসার মোঃ শাহাজাদা খসরু, মুন্সিগঞ্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন পঞ্চসার বিসিক শিল্প নগরী এলাকায় ওয়ালটন ইন্ডাস্ট্রিজ এবং বিসিক শিল্প নগরী মুক্তারপুর নিউ রূপসা লিঃ এ অভিযান পরিচালনা করে ১ কোটি ৬ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন। যার মূল্য অনুমানিক ৫৩ লক্ষ টাকা।

এ ঘটনায় উক্ত ইন্ডাস্ট্রিজ ০২টি এর মালিকানার পক্ষে মুন্সিগঞ্জ সদর থানাধীণ গোলাপার দিঘিরপাড় এলাকার আব্দুল লতিফ মাতবরের ছেলে মোঃ ইমরান হোসেন (২৩), খুলনা জেলার রূপসা থানাধীণ আলাইপুর এলাকার মৃত কদম আলীর ছেলে মোঃ সাত্তার (৭৯), মুন্সিগঞ্জ জেলার দিঘিরপাড় থানাধীণ -গোলাপার এলাকার মকবুল সরদরের ছেলে রাসেল মিয়া (১৮), নারায়ণগঞ্জ জেলা ও থানার দক্ষিণ গোয়ালবন মাঃ দেলোয়ার হোসেন দেলা ছেলে মোঃ মাহবুবুর রহমান (৩৫), নীলফামারী জেলার ডোমার থানার ডাঙ্গাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মোঃ আজিজুল হাকিম (২৩), মুন্সিগঞ্জ জেলা ও থানার গোসাইবাগ এলাকার মৃত কদম আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫), গ্রেফতার করে।

ভ্রাম্যমান আদালত উল্লেখিত আসামীদের কারেন্ট জাল তৈরী, বুনন, মজুদ ও আয়েত্বে রাখার  অপরাধের জন্য আসামীদেরকে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং রাসেল মিয়া কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের কারাদন্ড প্রদান করলে প্রত্যেকে জরিমানার টাকা প্রদান করে মুক্ত হন। এ সংক্রান্তে পর্যায়ক্রমে মুন্সিগঞ্জ জেলার ভ্রাম্যমান আদালতের মামলা নং-৯৭(৩)১৬, ৯৮(৩)১৬, ১০০(৩)১৬, ১০১(৩) ১৬, ১০২(৩)১৬ ও ৯৯(৩)১৬ তারিখ ০৮/০৩/২০১৬ ধারা মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)(ক)।

পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখিত কারখানার মালিক মোঃ নাজিম হোসেন ও হাজী মোঃ ইকবাল হোসেনদ্বয় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে মৎস বিভাগ নিয়মিত মামলা দায়ের করবেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত