র‌্যাব ১১নারায়ণগঞ্জ কর্তৃক অপহৃত মিতু রুপগঞ্জ থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ১১ আগস্ট বৃহস্পতিবার সকালে র‌্যাব ১১র অভিযানিকদল রুপগঞ্জে অভিযান চালিয়ে ভিকটিম মোসাঃ মিতু আক্তার (১৪) নামে এক কিশোরী কে উদ্ধার করেছে। মিতু আক্তার শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা থেকে অপহরণ হয়।
র‌্যাব ১১ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, মোসাঃ মিতু আক্তার তার নিজ বাড়ি হতে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাহির হলে বিবাদী ১। মোঃ শাকিব (১৬), পিতা-মোঃ আলমিন, ২। মোঃ আলামিন (৩৭), পিতা-অজ্ঞাত এবং ৩। ইয়াসমিন আক্তার (৩২), স্বামী-আলামিন সর্বসাং-চনপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জগণ ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়।

ভিকটিমের চাচা গাজী মোঃ জাকির হোসেন বাদী হয়ে শরীয়তপুর জেলার নড়িয়া থানার মামলা নং-১৪ তারিখ ১৫ আগস্ট ২০১৬ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) এর ৭/৩০ রজু করতঃ র‌্যাব-১১ আগমজীনগর, নারায়ণগঞ্জ এর নিকট লিখিতভাবে ভিকটিম উদ্ধারের জন্য ১৭ আগস্ট ২০১৬ তারিখ অভিযোগ করে। উক্ত অভিযোগের উপর ভিত্তি করে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অপহরণকারী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে অপারেশন পরিচালনা করে। অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ভিকটিম মোসাঃ মিতু আক্তার (১৪)কে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ  থানাধীন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর উক্ত স্থান হতে অপহৃত ভিকটিম মোসাঃ মিতু আক্তার (১৪)কে উদ্ধার করা হয়। ভিকটিম মিতুকে অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী এর নিকট হস্তান্তর করা হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত