র‌্যাবের জালে সোনারগাঁয়ে চাঁদাবাজ জামাল গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ট্রাক চালকদের ভয়ভীতি দেখিয়ে এবং হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে মো. জামাল (৩৮) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ই মার্চ রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ওই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৬০ টাকা জব্দ করে র‌্যাব।  গ্রেফতারকৃত আসামী মো. জামাল রূপগঞ্জ থানাধীন আদরিয়া কুমার টেক (কেশাবো) এলাকার মৃত লাল মিয়া এর ছেলে।

১৩ই মার্চ রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. জামাল দীর্ঘদিন যাবৎ সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন বাস/ট্রাক চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ ১শত ৫০ টাকা থেকে ২শত ৫০ টাকা চাঁদা আদায় করে আসছিল। তার অত্যাচারে বাস/ট্রাক চালকেরা অতিষ্ঠ বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। চাঁদাবাজি বন্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত