র‌্যাবের জালে ধরা খেল নারীসহ ৭ মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩টি পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১০ই এপ্রিল রবিবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা ২ মাদক ব্যবসায়ী এবং অপর অভিযানে ঢাকাগামী মাইক্রোবাস তল্লাশী করে নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : মো. হাসান মিয়া (২৭) , মো.জহির ইসলাম (৩৫), মোছা : জরিনা (৩৫), মোছা : শরিফা (২৮), মো. সোহাগ রানা (২৬), মো. ছাব্বির হোসেন (২১) এবং মো. ফারুক হোসেন (২৮)। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, মাদকের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, বিভিন্ন মডেলের ৮টি মোবাইল ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯ হাজার ৩ শত ১৫ টাকা জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী মো. হাসান মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন চৌয়াড়া ধনপাড়া এলাকার মো. ফুল মিয়ার ছেলে, আসামী মো. জহির ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন হাজারিপাড়া এলাকার মো. মোবারক হোসেন এর ছেলে। এছাড়া গ্রেফতারকৃত আসামী মোছ: জরিনা কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আড়াইউড়া এলাকার মো: জুয়েল এর স্ত্রী, আসামী মোছা: শরিফা একই এলাকার মো: জয়নাল এর স্ত্রী, মে: সোহাগ রানা কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ডৌম্পকনগর এলাকার মো: কবির হোসেন এর ছেলে ও মো: ছাব্বির হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মধ্যম বিজিপুর এলাকার মো. আ: মজিদ এর ছেলে, অপর অভিযানে গ্রেফতারকৃত আসামী মো: ফারুক হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ফকিরহাট এলাকার মৃত বেলায়েত হোসেন এর ছেলে।

১০ই এপ্রিল রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত