নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী এবং তিন পেশাদার চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ই মার্চ রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আর একই রাতে অপর অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার অপরাধে তিন পেশাদার চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো : মো.আতিক হোসেন (২৫) এবং সৈয়দ মাহমুদ হোসেন (৩১)। ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করে র্যাব। আর গ্রেফতারকৃত তিন পেশাদার চাঁদাবাজরা হলো : মো. রুহুল আমিন (৫২), মো. সাইফুল ইসলাম (৩১) এবং মো. মিরাজ হাওলাদার (২৯)। অভিযানকালে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮ হাজার ৭ শত ১৫ টাকা জব্দ করে র্যাব।
১৪ই মার্চ সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর ফ্লাইট লেফট্যানেন্ট মো. তৌহিদুল মবিন খান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একই রাতে সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজির নগদ টাকাসহ তিন পেশাদার চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী ব্যবসায়ীদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ১শত ৫০ থেকে ২শত টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এদিকে গ্রেফতারকৃত চাঁদাবাজদের অত্যাচারে ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিলো বলে জানা যায়। চাঁদাবাজি বন্ধে র্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।