রূপসী খন্দকার বাড়ী বাইতুল আমান জামে মসজিদ এর শুভ উদ্বোধন

নারারয়ণগঞ্জ বার্তা ২৪ : প্রায় ১কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে পুন:নির্মিত রূপসী খন্দকার বাড়ী বাইতুল আমান জামে মসজিদের ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬শে মে জুম্বার নামাজ ও বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে এর উদ্ভোধন করা হয়।

এসময় উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে মসজীদের মোতয়াল্লী এড. তৈমূর আলম খন্দকার বলেন যে,  বিগত ১৭ই মার্চ/১৯৫৬ ইং তারিখে মরহুম তোরাব আলী খন্দকার প্রথমে খন্দকার বাড়ী জুম্মা ঘরের অনুকূলে ১৭ হাত ঢ ২০ হাত জমি ওয়াকফা করে দেন। পরবর্তীতে তার ওয়ারিশগন মসজীদের সম্প্রসারনের জন্য আরো জমি মসজীদ বরাবরে ওয়াকফা প্রদান করেন। খন্দকার বাড়ীর পূর্ব পুরষদের পরবর্তী বংশধরদের ঐকান্তিক প্রচেষ্টায় অত্র গ্রাম অঞ্চলে ৬(ছয়) তলা বিশিষ্ট মসজীদ ভবন করার পদক্ষেপ গ্রহন করা হয়েছে যা বর্তমানে ৩(তিন) তলার কাজ সম্পন্ন হয়েছে।  মসজীদটিতে মহিলাদের জন্য আলাদাভাবে জামাত আদায়ের ব্যবস্থা রয়েছে যা অত্র এলাকায় অন্য কোথাও নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজীদ কমিটির সভাপতি জনাব শহিদুল আলম খন্দকার।  অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ ১ আসন (রূপগঞ্জ) এর সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বিশিষ্ট সাংবাদিক আব্দুল বারী, রূপগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি মীর আব্দুল আলীম।

এড. তৈমূর আলম খন্দকার আরও বলেন যে  রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য খন্দকার বাড়ীর পূর্ব পুরুষের রেয়াত আলী খন্দকার, তোরাব আলী খন্দকার ও আব্দুল কারী খন্দকার ১৯২০ ইং সনে জমি দান করেন। তোরাব আলী খন্দকার সড়কটি খন্দকার বাড়ীর জমির উপরই করা হয়েছে।  তিনি আরো বলেন খন্দকার বাড়ীর পূর্ব পুরুষদের আরও ওয়াকফাকৃত জমি রয়েছে যেখানে পর্যাতক্রমে একটি অত্যাধুনিক মাদ্রাসাসহ জনকল্যান মূলক কর্মসূচী গ্রহন করা হবে। এ মর্মে তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা যুবলীগ সেক্রেটারী মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ থানা যুবদল নেতা আব্দুল কাইউম, বিপুল, জেলা ওলামাদল সভাপতি বেনু খান, তারাব পৌর যুবদল সাধারন সম্পাদক আফজাল কবীর, তুহিন পারভেজ, সারোয়ার খন্দকার, খোকন খান, রোহানউল ইসলাম রোবেল, থানা শ্রমিকদল সভাপতি আলী,  আমীর হোসেন,  রূপগঞ্জ থানা কৃষকদল সভাপতি মোহাম্মদ আলী,  মফিজ ভূইয়া, তারাব পৌর ৪নং ওয়ার্ড কমিশনার মফিজ হাজী, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সজীব মোল্লা, ছাত্রদল নেতা শরীফ খন্দকার, সাইমন, মনির মীর, সাজ্জাদ খন্দকার, তানজিদ ভূইয়া, কৃষকদল নেতা বেলায়েত, রোমান, মনির,  ওলামাদল নেতা আমীর হোসেন, মামুন সহ খন্দকার বাড়ীর মুরুব্বীগন সহ ও এলাকাবাসী।

add-content

আরও খবর

পঠিত