রূপগঞ্জ মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের বা‌জেট ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরে ২কোটি ৬৫লক্ষ ৫৭হাজার ২০০টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ২কোটি ৫০লক্ষ ৯১হাজার ৫০টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ১৪লক্ষ ৬৬হাজার ১৫০টাকা। মাদক বিরোধী, ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থ্যা, পানি সরবরাহ, জলবদ্ধতা নিরসন, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল ৩০মে বৃহস্পতিবার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান। সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীর সাধারণ সম্পাদক আলহাজ্ব আলিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এমোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব আলহাজ্ব মোঃ গোলবক্স ভুঁইয়া, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ আঃ মান্নান, আওয়ামীলীগ নেতা এজাজ আহম্মেদ, হেদায়েত উল্লাহ রিপন, মুড়াপাড়া ইউপি সদস্য মোঃ মানিক মিয়া, রায়হান মিয়া রনি, মোঃ আজাহার হোসেন, মোঃ আবু ভ‚ঞা, মোঃ আলম মিয়া, গোলাম মোহাম্মদ ভুঁইয়া, মহিলা ইউপি সদস্য লাভলী আক্তার, জীবন্নেছা, রেহানা আক্তার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত