রূপগঞ্জ পুর্বাচলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার পুর্বাচল উপ-শহরে অবৈধ স্থ্াপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার সকাল থেকে বিকেলে পর্যন্ত পুর্বাচল উপ-শহরের ১নং ও ১৪নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, রাজউক কর্মকর্তা আব্দুল আউয়াল, উজ্জল মল্লিকসহ আরো অনেকে।

ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন জানান, পুর্বাচল উপ-শহরের ৩শ ফুট সড়কের আশ-পাশের হাট বাজার, দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কোন প্রকার অনুমোতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। বার বার নোটিশ করা হলেও তারা এসব অবৈধ স্থাপরা সরায়নি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর  অনুমোতিক্রমে পুর্বাচল উপ-শহরের ১নং ও ১৩নং সেক্টরের ভোলানাথপুর এলাকার ৩’শ ফুট সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন।

add-content

আরও খবর

পঠিত