রূপগঞ্জ থানার ওসি হতে চলছে এমপি মন্ত্রীর কাছে জোড় তদ্বির

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ক্রসফায়ারে নিহত মাদক ব্যবসায়ীর গাড়ী আত্মসাতের ঘটনায় ওসি মোহাম্মদ আব্দুল হককে প্রত্যাহার করার পর রূপগঞ্জ থানার পোষ্টিং করাতে এমপি মন্ত্রীদের কাছে জোর তদ্বির চালিয়ে যাচ্ছে কয়েকজন ওসি।

জানা গেছে, সোনারগাঁয়ের সাবেক ওসি মোরশেদ রুপগঞ্জের ওসি হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করেছে। ইতোমধ্যেই মোরশেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ক্ষমতাধর উপদেষ্টা, গোপালগঞ্জের বিশিষ্ট ব্যাক্তি এবং নারায়ণগঞ্জের দুইজন সংসদ সদস্যের মাধ্যমে রূপগঞ্জে পোষ্টিং পেতে তদ্বির চালাচ্ছে ।

এছাড়াও ওসি হওয়ার জন্য ডিবি শাহীন মন্ডল একজন সংসদ সদস্য ও একজন পূর্ণমন্ত্রী মর্যাদাসম্পন্ন ব্যাক্তির মাধ্যমেও তদ্বির চালিয়ে যাচ্ছে। এছাড়া রূপগঞ্জের নানা অপকর্মের হোতা আওলাদ হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর প্রত্যাহার হলে এবার সুয়োগ মতো আবারো রূপগঞ্জে পোষ্টিং করাতে স্থানীয় সংসদ সদস্য এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী  (বীর প্রতীক) এর মাধ্যমে তদ্বির অব্যাহত রেখেছেন ।

তথ্য সূত্রে আরো জানা যায়, অন্যদিকে বিএনপির একজন নেতার মেয়ের জামাতা ইন্সপেক্টর হাসান বর্তমানে আওয়ামীলীগ পরিবারের লোক পরিচয় দিয়ে নানাভাবে রূপগঞ্জে পোষ্টিং করাতে তদ্বির অব্যাহত রেখেছেন । অথচ পূর্বের দায়িত্বরত একজন পুলিশ সুপার হাসানকে এখনো ওসি হিসেবে উপযুক্ত নন বলে মন্তব্য করার পরও শাসক দলের অনেক নেতাকে দিয়ে এবং নিজেকে আওয়ামীলীগ পরিবারের সদস্য পরিচয় দিয়ে রূপগঞ্জ থানায়  ওসি হিসেবে পদায়িত হতে  চালিয়ে যাচ্ছে জোড়ালো তদবির।

আরও অনেকের মধ্যে ডিবি নারায়ণগঞ্জ এনামও রূপগঞ্জের ওসি হওয়ার জন্য তদবির করছেন। গোপালগঞ্জের অধিবাসী যিনি ঢাকার সংসদ সদস্য তাকে দিয়ে নানাভবে তদবির চালাচ্ছেন রূপগঞ্জে পোষ্টিং করাতে।

পুলিশ সুপার হারুন অর রশিদ বিদেশে থাকায় এ বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই-২ সাজ্জাদ রোমান জানান, রূপগঞ্জ অত্যান্ত গুরুত্বপূর্ণ থানা । এ ক্ষেত্রে যার যোগ্যতা বেশি সেই কর্মকর্তাই হবেন রূপগঞ্জের ওসি।

add-content

আরও খবর

পঠিত