নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( দুলাল, রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহনে চাদাঁবাজিকালে ৩ চাদাঁবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর জানান, দীর্ঘ দিন ধরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় শ্রমিকলীগ নেতা রতন মিয়ার নেতৃত্বে একদল চাদাঁবাজ লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালক ও হেলপারদেরদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ৮০ টাকা থেকে একশ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিধানিক দল ভুলতা গাউছিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে মো. ইসমাইল হোসেন (২০), মো. রিফাত (১৮) ও মো. মাসুম মিয়া (২০) নামে ৩ চাদাঁবাজকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চাঁদাবাজির সর্বমোট নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।