রূপগঞ্জে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বুধবার দুপুরে ব্যাংক থেকে তোলা ৩৯ লাখ টাকা ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যানসহ ছিনতাই হয়। পরে বুধবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ফ্যাবকোন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার বাবুল মিয়া রূপগঞ্জ ধানাধীন ডহরগাও এলাকার আমজাত হোসেনের ছেলে, কর্মচারী ফারুক মিয়া হোরগাও এলাকার আলী হোসেনের ছেলে ও পিকআপ ভ্যান চালক আবুল কাশেম নলপাথর এলাকার কবির হোসেনের ছেলে।

ফ্যাবকন টেক্সটাইলের হিসাবরক্ষক মাজাহারুল হক জানান, মিলের মার্কেটিং ম্যানেজার ফারুক ও কাশেমকে নিয়ে দুপুরে ডাচ বাংলা ব্যাংক, ভুলতা শাখা থেকে ২৫লাখ টাকা ও উত্তরা ব্যাংক ভুলতা শাখা থেকে ১৪ লাখ টাকা সর্বমোট ৩৯ লাখ টাকা উত্তোলন করা হয়। টাকা উত্তোলন করে মিলে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাস আমাদের পিকআপ গাড়িটি সিগন্যাল দেয়। এসময় ৮/১০জনের ডিবি পোষাকে ছিনতাইকারী  ম্যানেজার বাবুল মিয়া, গাড়ির ড্রাইভার কাশেম ও কর্মচারী ফারুককে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা বেধে পিকআপ ভ্যানসহ তারা সোনারগাও এলাকার দিকে চলে যায়। গাড়িতে রেখেই তিনজনকে পিটিয়ে আহত করে সোনারগাও দড়িকান্দি এলাকার একটি আম বাগানে তাদের হাত পা বাধা অবস্থায় ফেলে যায় বলে তারা জানায়। পরে সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে বাবুল মিয়া, ফারুক হোসেন ও আবুল কাশেমের ছিনতাই হওয়ার ঘটনার সঙ্গে তাদের কথার মিল না পাওয়ায়  তাদেরকে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত