রূপগঞ্জে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দিয়ে ইট নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ ২রা আগস্ট সোমবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশার এলাকায় ঘটে এ ঘটনা।

ইট ব্যবসায়ী গোলজার হোসেন জানান, সোমবার বেলা ১১ টার দিকে ইট ভাটা থেকে একটি ট্রলি ও লরি দিয়ে ইট বোঝাই করে নিয়ে যাবার সময় খৈশার এসটি ইটভাটার সামনের সড়কে বাধা দেয় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছাত্তারসহ তার লোকজন। এ সময় ট্রলির ড্রাইভার সজিব, লরির ড্রাইভার সজিব মিয়া, হেলপার সিয়াম ও শান্তকে মারধর করে তারা। দুপুর ১টার দিকে এ ঘটনার কারন জানতে গেলে ছাত্তারসহ তার সহযোগী সোহেল, ইয়াছিন, রনি, আরিফসহ ১০/১২ জন ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী গোলজারের লোকজনের উপর হামলা করে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হারিজুল, ফয়সাল, ইয়াদুল, সিফাত, কামরুল, শাহজাহান, আরিফ, ইয়াছিন, গাফ্ফারসহ  আরো ১১ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় গোলজার হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ছাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হঠাৎ  গোলজার হোসেনের লোকজন আমার অফিসের সামনে এসে কোন কারন ছাড়া আমার লোকজনের উপর হামলা করলে আমার লোকজনও তাদের উপর কিছুটা চড়াও হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।

add-content

আরও খবর

পঠিত