রূপগঞ্জে ১০ জন জুয়াড়ি ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : রূপগঞ্জে ইয়াবা সেবন ও নিষিদ্ধ জুয়া খেলার দায়ে ১০ জন জুয়াড়ি সহ মাদকসেবীকে আটক করেছেন র‌্যাব-১১ দল। ১৮ আগস্ট রবিবার দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন তারাব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১৯ আগস্ট বিকালে র‌্যাব-১১ এর উপ-পরিচালক তালুকদার নাজমুছ সাকিব এক সংবাদ বিবৃতে এই তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত হাজির করে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তরিকুল ইসলাম ইয়াবা সেবন ও নিষিদ্ধ জুয়া খেলার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

আটককৃতরা হলেন, মো. খোকন (৫৪), মো. জাহাদ (৪৫), মো. সুজন (৩৯), মো. গোলাম মহিউদ্দিন (৪৭), মো. হালিম (৪২), মো. রমজান আলী (৪৫), মো. রতন মিয়া (৩৮) এবং মো. মনসুর (৪২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের  দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করে।

এছাড়াও আটক দন্ডপ্রাপ্তরা হলেন, মো. মোজাম্মেল হক (৩৯) ও মো. ইব্রাহীম (৪২) কে জুয়া আইন ১৮৬৭ এ দোষী সাব্যস্ত করে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

add-content

আরও খবর

পঠিত