রূপগঞ্জে সড়ক সংস্কারের দাবীতে অবরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সড়ক সংস্কারের দাবীতে মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় উত্তেজিত এলাকাবাসী ও কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সেলফোনে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও উপজেলা নির্বাহী অফিসার মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা ও খানাখন্দে ভরা ছিলো। সড়কটি মেরামত না করার ফলে কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে উঠে। এতে ক্ষিপ্ত হয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধের ফলে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। পরে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী এহসানুল হক জানান, সড়কটি সংস্কারের টেন্ডার দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সংস্কার করা হবে।

add-content

আরও খবর

পঠিত