নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক সংস্কারন ও প্রসস্থ্য করণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছে। সোমবার দুপুরে উজেলার তারাবো দক্ষিনপাড়া এলাকাবাসী এ বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সাত্তার মেম্বার, শহিদুল্লাহ মুন্সী, রোস্তম আলী, মাসুম মিয়া, সালমা বেগম প্রমূখ।
এলাকাবাসীদের অভিযোগ, তারাব বাজার থেকে সোনালী পেপার মিল পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা। রাস্তার পাশে গড়ে উঠেছে শবনম ওয়েল মিল, রহমান কেমিক্যাল, সোনালী পেপার মিলসহ বেশকয়েকটি শিল্প কারখানা। ১২ ফুট এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত এ সকল শিল্প কারখানার শত শত মালবাহি ট্রাক চলাচল করছে। এসকল গাড়ী চলাচলের কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙ্গে নানা জায়গায় খানা খন্দে ভরে গেছে।
এ কারণে এলাকাবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এলাকাবাসীর যাতায়াত, স্কুল/কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী, এমন কি মূমুর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সময় যানজটের কারনে অপেক্ষা করতে ঘন্টার পর ঘন্টা। তারাবো দক্ষিনপাড়া এলাকাটিতে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এ কারণে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি রাস্তাটি সংস্কারন ও প্রসস্থ করণের। এ ব্যাপারে তারাব পৌরসভা ও স্থানীয় শবনম মিল কর্তপক্ষের কাছে এলাকাবাসী বারবার দাবী জানানোর পরেও তারা এ ব্যাপারে কোন আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।
এ কারণে এলাকাবাসী শিল্পকারখানার যানবাহন বন্ধ করে দিয়ে রাস্তাটিতে অবরোধ সৃষ্টি করেন। পরে তারাবো পৌরসভার নিবার্হী প্রকৌশলী জেডএম আনোয়ার ও উপ-সহ প্রকৌশলী মুজাহিদ হোসেন তুষার এবং শবনম ওয়েল মিলের ইঞ্জিনিয়ার জসীম ১৫০ দিনের মধ্যে রাস্তাটি সংস্কারন ও প্রসস্থ্য করে দিবে বলে আশ্বাস দিলে অবোরোধকারীরা অবোরোধ তুলে নেয়।