রূপগঞ্জে সিটি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চল উদ্ধোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টায়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চল উদ্ধোধন করেন তিনি। রূপগঞ্জের রূপসীস্থ সিটি অর্থনৈতিক অঞ্চলের ভেতরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

সিটি গ্রুপের কতৃপক্ষ সূত্রে জানা যায়, দেশে ভোগ্যপণ্য খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী সিটি গ্রুপ একটি বেসরকারী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা ২০১৮ সালের ২৩ জানুয়ারী সিটি অর্থনৈতিক অঞ্চলকে লাইসেন্স প্রদান করেন। আগামী ২০২৩ সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চলে শতভাগ শিল্প স্থাপন গড়ে উঠবে। এতে বিনিয়োগ করা হবে ২০ হাজার কোটি টাকা। আর কর্মসংস্থান হবে ২০ হাজার লোকের।

সূত্রটি আরো জানায়, রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূরে রূপসীতে শীতলক্ষ্যা নদ ঘেঁষা নোয়াগাঁও, চরগন্ধর্বপুর ও উত্তর রূপসী মৌজায় ৭৮ একর জমির উপড় এ অঞ্চল হতে চলেছে। বীজ প্রক্রিয়াকরণ, অটোরাইস মিল, ডালের মিল ও ভোজ্য তেলের কারখানা করার পরিকল্পনা রয়েছে এ অঞ্চলে। পরিবহণ সুবিধার পাশাপাশি এ জোনে থাকবে ৪৪ মেগা ওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। গ্যাস, পানি, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সুবিধাও থাকবে এ জোনে।

add-content

আরও খবর

পঠিত