রূপগঞ্জে সালিশী বৈঠকে ডেকে নিয়ে পিতা ও তিন পুত্রকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কথা বলে সালিশী বৈঠকে ডেকে নিয়ে কৃষক পিতাসহ তার তিন ছেলেকে কুপিয়ে জখম করেছে পৌর কাউন্সিলর ও তার বাহিনীর সদস্যরা। গত ২৬ই এপ্রিল উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার কৃষক ৩০ই এপ্রিল শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতনের শিকার কৃষক রমিজউদ্দিন জানায়, তিনি কাঞ্চন পৌরসভার ৮ ওয়ার্ডের বুরুটিয়া এলাকার বাসিন্দা। তার সাথে একই এলাকার বাবুল ও ইকবালের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের নিষ্পত্তি করা বলে গত ২৬ই এপ্রিল সকালে কাঞ্চন পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব হোসেন খান তার বাড়িতে রমিজউদ্দিন ও তার ছেলেদের ডেকে নেয়। সালিশী বৈঠকে মাঝখানে হঠাৎ বিবাদী বাবুল ও ইকবালের পক্ষ নিয়ে কাউন্সিলর আইয়ূব হোসেনসহ তার লোকজন রমিউদ্দিন তার ছেলে মাছুম, রুবেল ও ইউসূফকে মারধর শুরু করে। এক পর্যায়ে কাউন্সিলরসহ তার লোকজন তাদেরকে বৈঠক থেকে তুলে নিয়ে ঘরে ভিতর আটকে করে অমানুষিক নির্যাতন চালায় এবং রমিজউদ্দিনের ৩ ছেলেকে কুপিয়ে জখম করে। পরে সালিশীতে আসা গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় শুক্রবার সকালে রমিজউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকে কাউন্সিলর ও তার বাহিনীর লোকজনের অব্যাহত হুমকির মুখে আতংকে রয়েছেন পরিবারটি।

এ ব্যাপারে কাউন্সিলর আইয়ূব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্তদের একজন এক বৃদ্ধ মহিলার গায়ে হাত তুলেছে। তাই তাদের সামান্য শাসন করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ওসি জসিমউদ্দিন বলেন, মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত