নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ষ্টীল এন্ড রি-রোলিং মিলের নেডেল ওয়্যার ক্যারেনের তার ছিরে নেডেলের ভিতরে থাকা রড তৈরীর তরল ধার্য্য পদার্থ ছিটকে দগ্ধ হয়েছে ৬ শ্রমিক। রবিবার ( ৫ মে) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার হাজী ইসলাম উদ্দিন ষ্টীল এন্ড রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সোহেল, আব্দুর রহমান, ফারুক, পলাশ, নজরুল ও আলম।
হাজী ইসলাম উদ্দিন ষ্টীল এন্ড রি-রোলিং মিলের সুপুারভাইজার স্বপন জানান, রবিবার দুপুরে হঠাৎ করে মিলের ভিতরে বিকট শব্দ হয়। এসময় নেডেল ওয়্যার ক্যারেনের তার ছিরে নেডেলের ভিতরে থাকা রড তৈরীর তরল ধার্য্য পদার্থ ছিটকে সোহেল, আব্দুর রহমান, ফারুক, পলাশ, নজরুল ও আলম দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।