নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বিনা পারিশ্রমিকে ১৫০ ঘন্টা কাজ করানোর চেষ্টার প্রতিবাদে বে-ক্রিয়েশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ঘন্টাখানেক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
শ্রমিকরা জানান, কর্ণগোপ এলাকায় বে-ক্রিয়েশন নামে একটি পোশাক কারখানায় প্রায় ১২’শ শ্রমিক কাজ করেন। ঈদের ছুটির পর কারখানার চালু হওয়ার পর মালিকপক্ষ শ্রমিকদের বিনা পারিশ্রমিকে অতিরিক্ত ১৫০ ঘন্টা কাজ করানোর জন্য চাপ প্রয়োগ করে। শ্রমিকরা বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করতে অস্বীকৃতি জানায়। এসময় শ্রমিক নেতা রিপন হাজী তার বাহিনীর লোকজন নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে শ্রমিকদের মারধর করে। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
কারখানার ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা পূনরায় কাজে যোগ দিয়েছেন।