রূপগঞ্জে শ্রমিককে ছুড়িকাঘাত করে ছিনতাই, গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কে আব্দুর রাজ্জাক (২৪) নামে এক কয়েল কারখানার শ্রমিককে ছুড়িকাঘাত করে মোবাইল ও বেতনের টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীচক্র। বুধবার (০৩ জুলাই) সকালে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।

আহত আব্দুর রাজ্জাক উপজেলার মাছুমাদাবাদ এলাকার আইন আলীর ছেলে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে জুয়েল, মৃত রমজান আলীর ছেলে সবুজ মিয়া ও শাহজাহানের ছেলে সুমন।

আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিন গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়ক যোগে কর্মস্থলে যেতে হয়। গত ২৮ জুন রাত ৯ টার দিকে কর্মস্থল থেকে আসার পথে ওই সড়কের কালভার্ট এর ঢাল থেকে একদল ছিনতাইকারী আব্দুর রাজ্জাকের পথ আটকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এক পর্যায়ে তার বেতনের আট হাজার পাঁচশত টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। প্রতিবাদ করায় তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাত গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। মঙ্গলবার রাতে রাজ্জাক বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে ভুলতা ফাড়ি পুলিশ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা এবং মোবাইল উদ্ধার করে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম বলেন, ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত