নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মানসুরা আক্তারের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে শ্লীলতাহানী, ভাংচুর ও লুটপাট করেছে। ২০শে ফেব্রুয়ারি শনিবার এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চারিতালুক এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যু আমিনুল ইসলাম বকুলের নেতৃত্বে ১৭-১৮ সদস্যের এক দল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলাকারীরা দা, চাইনিজ কুড়াল, চাপাতি ও রডসহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীদের দারালো অস্ত্রের আঘাতে শিক্ষিকা মানসুরা আক্তার (৪৫), তার স্বামী রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরিরত স্বাস্থ্য সহ কারিমীর মোশারফ হোসেন (৫১) তার ছেলে তাজবিউল হাসান শোভন (২১) গুরুতর আহত হয়। হামলাকারীরা শিক্ষিকা মানসুরা আক্তারকে টানা হেঁছড়া করে পড়নের জামা কাপড় ছিঁড়ে শ্লীলতাহানী ঘটায়। বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করেন নগদ ১ লক্ষ টাকা, স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোক জন ছুটে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষিকা মানসুরা আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।