নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ থেকে এস এম রুবেল মাহমুদ ) : শারদীয় দূর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। পূজার সময় যত ঘনিয়ে আসার ফলে দম নেওয়ারও ফুসরত নেই তাদের। পূজাকে ঘিরে উপজেলায় চলছে রাত দিন প্রতিমা তৈরির কাজ।
উপজেলা পরিষদের তথ্য মতে, উপজেলায় এবার ৪১ টি মন্দিরে দূর্গাপূজা পালিত হবে। উপজেলার ভুলতা, হাউলিপাড়া, দেইলপাড়া, নয়ামাটিসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, নাওয়া-খাওয়া ভুলে কারিগরেরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। নিজের সন্তানের মতো অতি ভালোবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর ও শিবের মূর্তি। এখন খড় আর কাঁদামাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করে রোদে শুকানো হচ্ছে। দিন দু-য়েক পর রং তুলির আঁচড় দেওয়া হবে। আবার কোনো কোনো প্রতিমা চলছে রঙের কাজ। এরপর কাপড় পড়ানো হবে।
কথা হয় মুড়াপাড়া দূর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাসের সঙ্গে তিনি বলেন, গত ১৩ বছর ধরে তারা দূর্গাপূজা উৎসব করে আসছেন। এবারও জাঁকজমক ভাবে পালিত হবে। দেইলপাড়া দূর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বিশ্বেস্বর সাহা বিশু বলেন, আগে প্রতিমা তৈরিতে খরচ কম হতো। এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অনেক কষ্ট হয়।
প্রতিমা তৈরিতে সবমিলিয়ে খরচ হয় এক থেকে দেড় লক্ষ টাকা। কথা হয় কারিগর সুশান্ত পালের সঙ্গে। তিনি বলেন, রাত দিন কষ্ট করে প্রতিমা বানাতে হয়। তারপরও ভাল লাগে। একটা সুখ অনুভব করি। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র পাল বলেন, রূপগঞ্জে নিরাপত্তা থাকায় প্রতিবছরই পূজা মন্ডপের সংখ্যা বাড়ছে। এবার ৪১ টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, দূর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনো প্রকার অপ্রীতিকর কিছু করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।