রূপগঞ্জে শতাধিক হতদরিদ্র পরিবারকে রোটারি ক্লাবের সহায়তা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমন্বিত গ্রাম উন্নয়ন প্রকল্পের আঁওতায় রোটারি ক্লাব সোনারগাঁ, ঢাকা এর উদ্যোগে নগদ টাকা, সেলাই মেশিন, দুগ্ধজাত গাভী ও স্বাস্থ্যসম্মত পায়খানা বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।  পহেলা অক্টোবর সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাড়িয়া ছনি এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে রূপগঞ্জ সদর ইউ.পি চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব সোনারগাঁ ঢাকার সাবেক সভাপতি ক্যাপ্টেন (অব) সাইদ এ চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও রংধনূ গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক,  রোটারি ক্লাব  সাবেক সভাপতি রওনক হোসেন, আবুল কালাম, ক্লাব সদস্য  মিনু মমতাজ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহবুব আলম প্রিয়,  ইউপি সদস্য মাসুদ রানা, ওসমান গনি ভুঁইয়া খোকন, সাবেক ইউপি সদস্য বাক্কী মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রানী বেগম, আয়েশা আক্তার,মহিলালীগ নেত্রী লাকী বেগম প্রমূখ।

উদ্বোধন অনুষ্ঠানে ইউপি সদস্য মাসুদ রানার তত্বাবধানে  বাড়িয়া ছনি এলাকার জেলে পারার ২০ জন হতদরিদ্র মাছ ব্যবসায়ী ও কাঁচা তরকারী বিক্রেতাকে নগদ টাকা অনুদান, ৩০ টি হতদরিদ্রদের পরিবারকে স্বাস্থ্যসম্মত টাইলসকরা পায়খানা নির্মাণ,২০জনকে গাভী প্রদান, ৩০ জনকে সেলাই মেশিন বিতরন করা হয়। এ সহায়তা পর্যায়ক্রমে হতদরিদ্র এলাকা চিহ্নিত করে তা অব্যাহত রাখবেন বলে জানান রোটারি ক্লাব কর্তৃপক্ষ।

add-content

আরও খবর

পঠিত