নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন (৪০) নামে এক রাখালকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই মো. সেকান্দর মিয়া বাদী হয়ে ৩ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ১০শে এপ্রিল রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বরপা গ্রামের মৃত আব্দুল মাজেদ ভুইয়ার ছেলে শফিকুল ইসলাম আপেল (৫৫) ও তার দুই ছেলে আসফাক (৩০) এবং ইসতিয়াক (২৬) কে গ্রেফতার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩ বছর ধরে বরপা এলাকার শফিকুল ইসলাম আপেলের মালিকানাধীন ভুইয়া এগ্রো এন্ড ডেইরি ফার্মে নৈশ প্রহরী ও রাখালের কাজ করতো। গত ৯ই এপ্রিল শনিবার রাতে গ্রেফতারকৃতরা ও তাদের সহযোগী অজ্ঞাত ৭/৮ মিলে নিহত কাঞ্চন মিয়ার শরিরের বিভিন্নস্থানে উপূর্যপুরী ছুরিকাঘাত ও গলা কটে হত্যা করে। রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ূন কবির মোল্লা জানান, হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।