রূপগঞ্জে যাতায়াতের রাস্তা দখল করে সীমানা প্রাচীর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূগপঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন যাতায়াতের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সীমানা প্রাচীর নির্মাণ করায় ঐ পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছে। সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের মামলা ও হত্যার হুমকি দেয়। হুমকির পর থেকে ঐ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার (৭ মে) সকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম পাটোয়ারীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত আট বছর আগে নিজের টাকায় জমি ক্রয় করে স্থানীয়দের যাতায়াতের জন্য রাস্তা নির্মান করা হয়। এ রাস্তা দিয়ে গ্রামের প্রায় তিন হাজার লোক চলাচল করে। কিন্তু রাস্তাটি দখল করার জন্য এলাকার শাহাদাত হোসেন লিটন পায়তারা চালিয়ে আসছিলো। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে সোমবার সকালে রাস্তাটির ওপর ৩ ফুট চওড়া সীমানা প্রাচীর নির্মাণ করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

add-content

আরও খবর

পঠিত