নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্ত ছেলে তার মা ও বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিবাদ করায় বোন জামাইয়ের দাড়ি টেনে ছিড়ে ফেলে। মঙ্গলবার সকালে উপজেলার বানিয়াদি এলাকায় ঘটে এ ঘটনা। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
মা রেহেনা বেগম জানান, তার ছেলে সজিব রানা দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। মাদকের টাকার জন্য প্রায় সময়ই মা রেহেনা বেগম ও বাবা আক্তার হোসেনকে মারধর করতো। গত কয়েকমাস আগে সজিব রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড দেয়া হয়। জামিনে জেল থেকে বের হয়ে ফের মাদক সেবন শুরু করে। এসবের প্রতিবাদ করায় ও মাদকের টাকা না দেয়ায় মঙ্গলবার সকালে মাদকাসক্ত সজিব রানা বটি দিয়ে মা রেহেনা বেগম ও বাবা আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। প্রতিবাদ করায় মাদকাসক্তের বোন জামাই আবু ছালেকের মুখের দাড়ি ছিড়ে ফেলে।
মাদকাসক্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ সজিব রান কে গ্রেফতার করে। পরে তাকে ভ্রআম্যামান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমানিত হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।