রূপগঞ্জে মাদক সম্রাট রোমানসহ গ্রেফতার-৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাদক সম্রাট রোমান প্রধানসহ ৪ মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী রোমানের সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়ে রোমানসহ গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায়। গ্রেফতারকৃতরা হলেন, লাভরাপাড়া এলাকার আমিনউদ্দিনের ছেলে মাদক স¤্রাট রোমান প্রধান ও তার দুই ভাই জুয়েল প্রধান ও সোহেল প্রধান এবং মৌলভীবাজার জেলার বড়লেখা থানার কেচুরীগুল এলাকার বোরহানউদ্দিনের ছেলে জুয়েল আহম্মেদ।

রূপগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান জানান, মাদক সম্রাট রোমান, তার দুই ভাই জুয়েল ও সোহেল এবং তাদের সহযোগী মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান এনে তার বাড়িতে মজুদ করে। এমন সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাভরাপাড়া এলাকায় অভিযান চালায়। পরে মাদক সম্রাট রোমানের ঘর তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে রোমান ও তার দুই ভাই জুয়েল, সোহেল এবং তাদের সহযোগী জুয়েল আহম্মেদকে গ্রেফতার করে। পরে মাদক সম্রাট রোমানের লোকজন তাদেরকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলার চেষ্টা করে। এক পর্যায়ে রূপগঞ্জ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌছুলে হামলার চেষ্টাকারীরা পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, মাদক সম্রাট রোমানের গ্রেফতারের খবর এলাকায় জানাজানি হলে এলাবাসীর মনে স্বস্তির নিশ্বাস নেমে আসে। মাদক ব্যবসায়ী রোমানসহ তার সহযোগীরা লাভরাপাড়া এলাকাসহ পুরো রূপগঞ্জে মাদক বিক্রির রামরাজত্ব কায়েম করছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। মাদক স¤্রাট রোমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকের প্রায় হাফ ডজনের বেশী মামলা রয়েছে। অনেকবার মাদকসহ গ্রেফতার হলেও আইনের ফাক দিয়ে বেরিয়ে আসে। এলাকাবাসী তাদেরকে ইয়াবা ও ফেন্সিডিলের পরিবার হিসেবেই চিনে। এালাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।

add-content

আরও খবর

পঠিত