রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। বুধবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পাড়াগাঁও এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ী ইমন, ফারুক, রুবেল, আজিজুল, শরীফ, হৃদয় পাড়াগাঁও এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল বিক্রি করে আসছে। ২৭ অক্টোবর মাদক ব্যবসায়ীরা পাড়াগাঁও এলাকার হোসেন আলীর বাড়ির সামনে মাদক বিক্রি করার সময় প্রতিবাদী যুবক ফয়সাল মিয়া মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রিতে বাঁধা দেয়।  মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে ফয়সালকে কুপিয়ে গুরুতর জখম করেন।

এসময় ফয়সালের ডাক-চিৎকারে মামাতো ভাই কাউসার এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা তাকেও কুপিয়ে জখম করেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে মাদক ব্যবসায়ীরা ফাকা গুলি বর্ষন করে চলে যায়। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরিুজ্জামান মনির বলেন, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

add-content

আরও খবর

পঠিত