রূপগঞ্জে মাওলা হত্যা মামলায় আরো ৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাওলা হত্যা মামলার আরো ৫ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাওলার হত্যার পরতার ছিনতাই হওয়া অটো উদ্ধার ইদ্ধার করা হয়। শনিবার রাতে নরসিংদী জেলার মাধবদী শেখেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল ভোলাব এলাকার বিল্লাল মিয়ার ছেলে, একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে জালাল, জয়নাল মিয়া মাধবদী শেখেরটেক এলাকার সফরউদ্দিনের ছেলে, বাবু মিয়া বাদশা মিয়ার ছেলে, ইউনুছ মিয়া হানিফার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, নিহত মাওলার সাথে তারাইল এলাকার লিটনের মেয়ে স্থাণীয় মাদ্রাসার শিক্ষার্থী লামিয়ার সাথে প্রেম ছিল। মাওলারই বন্ধু তারাইল এলাকার নাছিম ও লামিয়াকে ভালবাসতো। নাছিম লামিয়ার জীবন থেকে মাওলাকে সরে যেতে হুমকি দেয়। এরই জের ধরে নাছিম ও তার সহযোগী বন্ধু সবুজ, কাউসারসহ কয়েকজন মিলে মাওলাকে গত ১৩ নভেম্বর মাওলাকে হত্যা করে। হত্যার পর তার অটোরিক্সা ছিনতাই করে।

১৬ নভেম্বর পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩১৬নং রাস্তার ৮ নং প্লটের ঝোপের ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাওলার লাশ উদ্ধার করেন। পরে প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে নরসিংদী জেলার মাধবদী এলাকার মোস্তফা মিয়ার বাড়ি থেকে হত্যাকারীদের ৫ সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাওলার অটো উদ্ধার করা হয়।

add-content

আরও খবর

পঠিত