নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলাজুড়েই এখন চিকুনগুনিয়া আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিকুনগুনিয়া আতঙ্ক রোধে মাঠে নেমেছেন তারাব পৌরসভার মিসেস হাসিনা গাজী। সোমবার সকাল থেকেই পৌরসভা কার্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন অভিযান শুরু করেছেন। এছাড়া পৌর বাসিন্দাদের মাঝে চিকনগুনিয়া ভাইরাস সচেতনতা বৃদ্ধি করতে হাত মাইক দিয়ে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। পৌরসভার মেয়রের এ ধরনের উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী।
তারাব পৌর মেয়র মিসেস হাছিনা গাজী জানান, সারাদেশে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রূপগঞ্জ উপজেলায় চিকুনগুনিয়া আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারন জ্বর হলেই জনসাধারণ মনে করছে এটা চিকুনগুনিয়া। তাই এ ভাইরাস সচেতন করতে ও চিকুনগুনিয়া মুক্ত করতে মশক নিধণের জন্য মাঠে নেমেছেন তিনি। সম্প্রতি এ পৌরসভাকে যমুনা গ্রুপের চেয়ারম্যান গোলাম মোর্তজা পাপ্পা গাজীর সহায়তায় ১০টি অত্যাধুনিক ফগার মেশিন অনুদান হিসেবে প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তারাব পৌর স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা মনে করছেন, সাধারন ঋতু পরিবর্তনজনিত কিংবা ভিন্ন কারণে জ্বরে আক্রান্ত হলেও সাধারন মানুষ মনে করছে চিকুনগুনিয়া। তাই এ জ্বরের আতঙ্ক কাটাতে পৌরসভার সকল কর্মকর্তা,কর্মচারী ও পৌর কাউন্সিলরগণকে বাড়ি বাড়ি ঘুরে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ কর্মসূচীতে তিনিও মাঠে নেমে পৌর বাসিন্দাদের খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও মশক নিধণে নিয়োজিত কর্মচারীদের নিয়মিত স্বাস্থ্যসম্মতভাবে মশক নিধণ ঔষুধ ছিঁটানোর নির্দেশনা দেয়া হয়েছে। এ সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও মাইকিং করেও সচেতন কর্মসূচী হাতে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলার পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, চিকুনগুনিয়া সাধারন মশকবাহী ভাইরাস জনিত জ্বর। এ মশাগুলো সাধারন বহুতল ভবনের ফুলের টবে,ফ্রিজের জমা পানিতে ও ছাঁদের ময়লা আবর্জনায় জন্ম নেয়। ফলে গ্রাম এলাকায় এ রোগে আক্রান্ত রোগীর চোখে পড়েনা। কেউ জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা তারাব পৌর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়ার আহবান জানান তিনি। এছাড়া চিকুনগুনিয়ার বিষয়ে উপজেলাব্যাপি মাইকিং করা হয়েছে। এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।