নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া দলিল করে দেড় কোটি টাকা মূল্যের পৌনে ৪ বিঘা জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায়।
পিতলগঞ্জ এলাকার কৃষক কলমদার, সফরউদ্দিন, আছরউদ্দিন, সাফিয়া বেগম, সাজেদা বেগম, রাবেয়া খাতুন জানান, পৈত্রিক ওয়ারিশ সূত্রে পিতলগঞ্জ মৌজার আর,এস ১০৩৯, ১৩০৭, ১০৬৭, ১৩৬২ ও ১৩৮৯ নং দাগে মোট ১১০ শতাংশ জমি একশত বছর ধরে তারা ভোগ দখল করে আসছেন। তাদের নামে হালনাগাদ নামজারিও রয়েছে। গত কয়েক মাস আগে উপজেলার কেয়ারিয়া পর্শি বাজার এলাকার টিহ্নিত ভূমিদস্যু আকতার হোসেনের ছেলে তানভির হাসান জমিগুলোর উপর ভুয়া দলিল করে ঢাকার কলাবাগান এলাকার নুরুল হকের কাছে বিক্রি করে দেন।
নুরুল হক জমির দখলে আসলে কৃষকরা তাকে প্রতিহত করেন এবং নুরুল হকে দলিলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চেয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে জমিগুলো পুনরায় দখলে নিতে ভূমিদস্যু তানভির ও তার বাহিনীর সদস্যরা পায়তারা করছে এবং কৃষকদের বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। ভূমিদস্যুদের হুমকিতে কৃষক পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। যেকোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এ ব্যাপারে অভিযুক্ত তানভীর নারায়ণগঞ্জ বার্তা ২৪ এ প্রতিবেদককে জানান, আমি উপযুক্ত কাগজপত্র দিয়েই জমিগুলো ক্রয় করেছি, আমাদের জমি আমরা দখলে যাবই।