নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিড়িতে ট্যাক্স কমানোর দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা ও নারায়ণগঞ্জ অঞ্চলের বিড়ি শ্রমিকরা। বুধবার (১৫ মে) দুপুরে রূপগঞ্জের রূপসী এলাকায় এ মানববন্ধন করে শ্রমিকরা।
এ সময় বক্তারা বলেন, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে শ্রমিক বাঁচলে দেশের উন্নয়ন হবে। তাই সাধারণ বিড়ি ভোক্তা ও শ্রমিক বাঁচানো দাবিতে সরকার যাতে বিড়ির উপর ট্যাক্স না বসায়। বিড়ি শ্রমিকরা এমনিতেই দেশের অবহেলিত শ্রেণি। তার উপর বিড়িতে ট্যাক্স বসালে এ খাতে ভোক্তা যেমন কমবে এই শিল্পও ধ্বংস হবে। তাই এ পণ্যেতে সরকার যেন ট্যাক্স না বসায় এ আহবান জানান বিড়ি ভোক্তা ও শ্রমিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ পরান, মামুনুর রশিদ, ওবায়দুল হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।