রূপগঞ্জে বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে নাশকতার মামলায় বিএনপি নেতা সেকান্দার আলীকে আটক করেছে পুলিশ। রোববার (৯ সেপ্টেম্বর ) আদালতে হাজির করা হলে ১দিনের রিমান্ড মঞ্জুর করে রূপগঞ্জ থানায় নেয়া হয়। সকালে ব্যবসা প্রতিষ্ঠানে গেলে ভুলতা ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। পরে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান জানান, রূপগঞ্জে গত কয়েকদিনে বিএনপির সিনিয়র নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীর নামে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। সবগুলো মামলাই সাজানো ও ভৌতিক। পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এরই মধ্যে ৯জনকে গ্রেফতার করেছে।

পুলিশ বাদি হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার, কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, যুগ্ন সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানসহ ২ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

রোববার বিএনপি নেতা সেকান্দার আলীকে হাত কড়া ও কোমড়ে রশি বেঁধে আদালতে হাজির করা হয়। পরে তাকে একইভাবে রূপগঞ্জ থানায় রিমান্ডে নেয়া হয়। এসব ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

add-content

আরও খবর

পঠিত